ঢাকার ধামরাইয়ে এক কারখানার নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং কম্পিউটারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
সোমবার (৩১ মার্চ) রাত ৩টার দিকে সূতিপাড়া ইউনিয়নের সাহা বেলিশ্বর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
এ ঘটনায় কারখানার মালিক মো. ওসমান মাহমুদ বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
কারখানার মালিক ওসমান মাহমুদ বলেন, ‘সোমবার ভোররাতে প্রায় ১০ জন মুখোশধারী কারখানার ভেতর ঢুকে নিরাপত্তাকর্মীদের হাত-পা-মুখ বেঁধে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং কম্পিউটারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি থানা-পুলিশকে জানালে ঘটনাস্থলে পরিদর্শনে যায় ধামরাই থানা-পুলিশ। ডাকাতদলের কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং মালামালও উদ্ধার করতে পারেনি।’
এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ডাকাতির ঘটনা জানার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ ” width=”300″ height=”157″ />