ঢাকা, ৩ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার):
কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীতে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাং ওরফে “ডেঞ্জার গ্যাং” এর ১৬ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাতে কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় টহল চলাকালে সেনাবাহিনী এই গ্যাং সদস্যদের আটক করে।
জানা গেছে, ওই সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করছিল এবং উচ্ছৃঙ্খল আচরণে লিপ্ত ছিল। সেনা টহল দল তাদের নৌকা থামিয়ে তল্লাশি চালিয়ে ১৪ সদস্যকে আটক করে এবং তাদের কাছ থেকে ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করে। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই গ্যাং লিডারকে গ্রেফতার করা হয়।আটককৃতদের কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া অন্যান্য গ্যাং সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: মোবাইল : ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত