প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ৪:২৮ পি.এম
চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি দল মিছিল নিয়ে গিয়ে মঞ্চ এবং আশপাশের চেয়ার–টেবিল ভাঙচুর করে।
সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন কমিটি প্রতিবছরের মতো এবারও প্রশাসনের অনুমতি নিয়ে ডিসি হিলে পহেলা বৈশাখ উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণ করে। পরে একদল যুবক প্রস্তুতি কার্যক্রমে ভাঙচুর চালায়।
ফ্যাসিবাদের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও’- এই স্লোগানে ২৫ থেকে ৩০ জন যুবক এই হামলা চালায় বলে জানিয়েছে আয়োজক কমিটি।
এই ঘটনার পর আয়োজক কমিটি তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে আগামীকালের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।
সম্পাদক ও প্রকাশক: মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: মোবাইল : ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত