প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৭:১৩ পি.এম
কেউ রাজপথ ছাড়বেন না, ঢাকাবাসী রাজপথে নেমে আসুন: হাসনাত আব্দুল্লাহ
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের তিন দফা দাবি বাস্তবায়িত হয়নি। আমরা অফিশিয়ালি ঘোষণা দেওয়ার আগে কেউ রাজপথ ছাড়বেন না। ঢাকাবাসী আপনারা রাজপথে নেমে আসুন।
আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে একটি মিনি ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে তিনি এ ঘোষণা দেন।
এ সময় জুলাই ঐকের মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। শুধু কার্যক্রম নিষিদ্ধের মুলা ঝুলিয়ে আমাদের থামানো যাবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। তারপর বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, যতক্ষণ পর্যন্ত অফিশিয়ালি আমাদের মতামত না জানাচ্ছি, কেউ রাজপথ ছাড়বেন না। আমরা আলোচনায় বসব। অফিশিয়াল ঘোষণা আসা পর্যন্ত রাজপথ ছাড়বেন না।
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই ঘোষণা ৩০ দিনের মধ্যে দিতে হবে।
এ সময় আরও কথা বলেন- এনসিপির যুগ্ম আহবায়ক রিফাত রশীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ইসহাক।
সম্পাদক ও প্রকাশক: মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: মোবাইল : ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত