ধামরাই পৌর এলাকার ভেতরে দিন দিন বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটো রিকশার সংখ্যা। সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও সহজলভ্য হওয়ায় এসব যান এখন শহরের সাধারণ মানুষের জন্য অন্যতম জনপ্রিয় বাহন। তবে যানবাহনগুলোর অব্যবস্থাপনায় জনজীবনে তৈরি হয়েছে নতুন দুর্ভোগ।
বিশেষ করে সকাল ও বিকেলবেলায় শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচলের সময় প্রধান সড়কগুলোতে দেখা দেয় ভয়াবহ যানজট। রিকশাগুলোর বেশিরভাগই লাইসেন্স বা নির্ধারিত রুট পারমিট ছাড়াই চলাচল করছে। চালকদের অনেকেই বয়সে অপ্রাপ্ত ও প্রশিক্ষণহীন, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয় এক বাসিন্দা মো. দুলাল বলেন—
"পরিবেশবান্ধব হোক বা না হোক, অটো রিকশার বেপরোয়া চলাচলে এখন চলাফেরাই দায় হয়ে দাঁড়িয়েছে।"
তবে অন্য চিত্রও আছে।
এই অটো রিকশাগুলো অর্থনৈতিকভাবে অনেক বেকার যুবকের জন্য ভরসার আশ্রয় হয়ে উঠেছে।
চালক মো. বাবু জানান—
"বেকার থাকার পর এই অটো চালিয়ে এখন সংসার চালাতে পারি। নিয়ম থাকলে মেনে চলতে আমাদেরও কোনো আপত্তি নেই।"
এ বিষয়ে ধামরাই পৌরসভার এক কর্মকর্তা জানান,
"অটো রিকশা পরিচালনায় শৃঙ্খলা আনতে পৌরসভা একটি পরিকল্পনা গ্রহণ করেছে। শিগগিরই চালকদের তালিকা তৈরি, লাইসেন্স প্রদান, নির্ধারিত রুট ও স্টপেজ নির্ধারণের কাজ শুরু হবে।
"সম্ভাবনা বনাম সমস্যার টানাপড়েন
ব্যাটারি চালিত অটো রিকশা যেমন একদিকে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, তেমনি অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে নাগরিক দুর্ভোগ বাড়ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন—
এই যানবাহনগুলোকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় না আনলে ভবিষ্যতে এটি একটি গুরুতর নাগরিক সংকটে রূপ নিতে পারে।”
সম্পাদক ও প্রকাশক: মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: মোবাইল : ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত