ঢাকা জেলার ধামরাই উপজেলার সুতিপাড়া পূর্বপাড়া এলাকায় এশিয়ান কনজিউমারের সামনে ডিভাইডার সড়কের কাজ চলাকালীন প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, সড়কে পর্যাপ্ত সাইনবোর্ড, আলোকসজ্জা ও সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
আজ শনিবার বিকেলে বৃষ্টির মধ্যে ওই সড়কে একটি কভার ভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয় প্রতিক্রিয়া
এলাকাবাসী জানান, “প্রতিদিনই এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। ডিভাইডারের কাজ চলছে কিন্তু কোনো সতর্কীকরণ নেই। ফলে গাড়ি চালকরা বিভ্রান্ত হয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।” তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রশাসনের অবস্থান
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
প্রতিদিন দুর্ঘটনা ঘটতে থাকায় এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, ডিভাইডারের কাজ দ্রুত শেষ না হলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক: মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: মোবাইল : ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত